কালিগঞ্জে সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষ এর কর্মদক্ষতায় এগিয়ে যাচ্ছে তেলেখালি কমিউনিটি ক্লিনিক

0
152
সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধিঃ-কালিগঞ্জে সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষ এর কর্মদক্ষতায় এগিয়ে যাচ্ছে তেলেখালি কমিউনিটি ক্লিনিক এমনটি জানিয়েছে তেলেখালি কমিউনিটি ক্লিনিকে আশা সেবা গ্রহীতারা, বাস্তবেঔ দেখা গেছে তেলেখালি কমিউনিটি ক্লিনিক একটি স্মার্ট ও ডিজিটাল কমিউনিটি ক্লিনিকে পরিনিতো হয়েছে। জানা গেছে ২৬শে-অক্টোবর-২০১১সালে সিএইচসিপি সুদীপ কুমার ঘোষ তেলেখালি কমিউনিটি ক্লিনিকে যোগদান করার পূর্বেও ছিল জরাজীর্ণ বিল্ডিং অনুন্নত চিকিৎসা ব্যবস্থা কিন্তু তার যোগদান করার পর থেকে পরিবর্তন হয়েছে প্রেক্ষাপট হয়েছে নতুন বিল্ডিং, আধুনিক চিকিৎসা ব্যবস্থা,কমিউনিটি ক্লিনিকের আসার রাস্তার উন্নয়ন, যেটা একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বেসরকারি ক্লিনিকের সমান, ইতিমধ্য তিনি তার এই কর্মদক্ষতার কারণে উপজেলা প্রশাসন,উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর,উপজেলা পরিষদ সহ উক্ত ইউনিয়নের সর্বসাধারণের কাছে পেয়েছেন সম্মান ও জনপ্রিয়তা। বর্তমানে তিনি তেলেখালী ক্লিনিকের সেবার মান কে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন। সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষ সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন যাতে তিনি তার উপরে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যেতে পারেন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here