ডুমুরিয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা বিতরণে চ‍্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0
227
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জি-২পি প্রদ্ধতিতে ভাতা বিতরণে চ‍্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১০টায় অফিসার্স ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ ও জেলা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক আইনাল হক। স্বাগত বক্তব‍্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরশাফ হোসেন , মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা রানী মজুমদার , খাদ‍্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম , ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে , বিমল কৃষ্ণ সানা , গাজী হুমাউন কবির বুলু , শেখ রফিকুল ইসলাম হেলাল , গাজী তৌহিদুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here