ধুলিহরে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পেইন

0
387
আছাদুল ইসলাম ধুলিহর সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কাছারি পাড়ার সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও হাসানুল বান্না জামে মসজিদ প্রাঙ্গনে বুধবার ১৫নভেম্বর দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আত্ম মানবতার সেবায় ও মানুষের কল্যাণে ধুলিহর কাছারিপাড়া সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটি  ও শিরোমনি খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে ও স্বল্প মূল্যে চোখের ছানি অপারেশনসহ চোখের চিকিৎসায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল ওহাব।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান, আবু জাফর মোঃ সালেহ, মাওলানা মনিরুল ইসলাম বেলালী,দৈনিক দৃষ্টিপাতের সাংবাদিক ম.শাহাদাত হোসেন বাবু, প্রফেসর আরিফুল ইসলাম, ম. রবিউল  ইসলাম, হাবিবুর রহমান, আখতারুল ইসলাম, শামীম সানা, নুরুল ইসলাম, আতাউর রহমান রিংকু, আনারুল ইসলাম রাসেলসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ আবু সাঈদ বিশ্বাস,চিকিৎকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: অয়ন সেন (সহকারি সার্জন বি এন এস বি শিরোমনি হাসপাতাল খুলনা), ডা: হাসিবুল ইসলাম (সহকারি সার্জন বিএনএসবি শিরোমনি হাসপাতাল খুলনা) মীর মিজানুর রহমান (রিলেশনাল শীপ অফিসার শিরোমণি হাসপাতাল  খুলনা) ম. মাহবুবুর রহমান  (সহকারী প্রোগ্রামার ব্রাক খুলনা) উক্ত ক্যাম্পেইনে মোট ৩৮৭ জন রুগী উপস্থিত ছিলেন তার মধ্যে পুরুষ ১৭১ জন। নারী ২১৬ জন।এর মধ্যে  অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয় ১২১ জন রুগীকে।প্রসঙ্গত উক্ত ক্যাম্পেইনে বিভিন্ন সরকারি সুবিধাভোগী রুগীদের সম্পুর্ন ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং অন্যান্য রুগীদের নামমাত্র মুল্যে ছানি অপারেশনসহ অন্যান্য চিকিৎসা সেবা দেওয়া হয় বলে আয়োজক কমিটি সুত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here