দেবহাটার কোমরপুর থেকে শাখরা বাজারে পারাপারের একমাত্র লোহার ব্রীজটির বিভিন্ন স্থানে জংও পাত ভেঙে জনমানুষের মরণ ফাঁদ 

0
145
Exif_JPEG_420
আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দীর্ঘ দিন ধরে লোহার ব্রীজটির বিভিন্ন স্থানে জংও ব্রীজটির ফ্লোরের পাত ভেঙে যেয়ে হাজার ও মানুষের মরণের ফাঁদ হয়ে থাকলেও নতুন ও সংস্কারের কোন প্রকার প্রক্রিয়ার আভাস পাওয়া যায় নি। এটি হচ্ছে, সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর এলাকা থেকে সহ-প্রতিনিয়োত হাজার হাজার জনসাধারণের শাখরা বাজারে যাওয়ার একমাত্র ব্রীজ। ব্রীজটি পার হয়ে স্থলবন্দর ভোমরায় যেতে হয়।গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে,কোমরপুর এলাকার স্কুল শিক্ষার্থীরা শাখরা স্কুলে পড়াশোনা করতে ব্রীজপার হতে হয়।শাখরা এলাকা থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা কোমরপুর দাখিল মাদ্রাসা যাওয়ার জন্য ব্রীজপার হতে হয়। এছাড়া রাতে অন্ধকারে পারাপারের সময় একটু  মুহূর্তে অসতর্ক হলেই পাত ভাঙা যায়গায় পা-যেয়ে মুচকেও ভেঙে যেতে পারে। সাইকেল, মোটরসাইকেল, ভ্যান যোগে পার হওয়ার সময় চাকা ভাঙায় যেয়ে বড়ধরনের ক্ষতির সম্ভব না রয়েছে। সরজমিন পরিদর্শন কালে উক্ত ব্রীজটি দিয়ে কয়েকটি স্কুল পড়োয়া ছাত্রীদের কোমরপুর থেকে প্রাইভেট শেষে ব্রীজ দিয়ে পার হয়ে  শাখরায় যাওয়ার পথের দৃশ্য। যে ভাবে হাটতে দেখা গেছে,এই মূহুর্তে বেখেয়াল হলেই তাদের বড়োই করুণ বিপদ। তাই সচেতন মহলের পক্ষে  উক্ত ব্রীজটি অবিলম্বে সংস্কার নয়তো  নতুন করণের দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here