নাজমুল হক, মাগুরাঃ শালিখা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০২ (দুই) জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ১০ (দশ) জন ওয়ারন্টেভূক্ত আসামীদরেকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে শালিখা থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, পুলিশ সুপার, মাগুরা মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) এর সার্বিক তত্বাবধায়নে মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার, শালিখা সার্কেল, মাগুরা ও শালিখা থানায় সদ্য যোগদানকৃত নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন স্যারের নেতৃত্বে শালিখা থানার অফিসারগণ গত ১০ ডিসেম্বর রবিবার রাত্রকালীন শালিখা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া উপজেলার ছান্দড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে সিআর-৪৬০/১৬, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী রুবেল হোসেন, হরিশপুর গ্রামের মৃত আলাউদ্দিন মোল্যার ছেলে জিআর-২৪৩/১৫, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ খায়রুল ইসলাম, থই পাড়া গ্রামের মৃত আনন্দ বাইন এর ছেলে সিআর-৬৩০/২৩, ওয়ারেন্টভুক্ত আসামী আনন্দ বাইন ও প্রনয় রায়ের পুত্র শালিখা নন জিআর-১০৪/২৩, আসামী তনু রায়, জিতেন রায়ের পুত্র শালিখা নন জিআর-১০৪/২৩, আসামী রবিন রায়, বরইচারা গ্রামের শালিখা নন জিআর-১০৪/২৩, আসামী সাধন রায়, রামপুর গ্রামের মোকছেদ মোল্যার পুত্র শালিখা নন জিআর-২০১/২২, আসামী ইসলাম, হরিশপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে সিআর-৮৮৬/২১, আসামী মোঃ ফারুখ হোসেন, পুলুম গ্রামের লিটন মোল্যার ছেলে সিআর-২৪২/২৩, আসামী মোঃ নাইম মোল্যা, রামপুর গ্রামের ইসলামের স্ত্রী শালিখা এন জিআর-২০১/২২, আসামী জেসমিন খাতুনকে শালিখা থানার বিভিন্ন এলাকা হইতে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করিয়া অদ্য ১১ ডিসেম্বর সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ ককরেছে পুলিশ।















