মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বচিপ জেলা শাখার সভাপতি ডা. আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন।
বুধবার সকাল১০ টায় চুয়াডাঙ্গায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বচিপ জেলা শাখার সভাপতি ডা. আব্দুল লতিফ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না—- রাজিউন। তিনি চাকুরী জীবনে দীর্ঘদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি স্থানীয় একটি পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। ডা. আব্দুল লতিফের জানাজার নামাজ এশার পর স্থানীয় জান্নাতুল মাওয়া কবরস্থান সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।















