দেশের শান্তি বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান এমপি নাবিলের

0
140

স্টাফ রিপোর্টার : যশোর-৩ আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নৌকা মার্কা দেশে স্বাধীনতা দিয়েছে। বাঙালিকে পরাধীনতার দাসত্ব থেকে মুক্ত করেছে। আর শেখ হাসিনা নৌকা মার্কার মাধ্যমে দেশবাসীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। উন্নয়ন-অগ্রযাত্রা, সমৃদ্ধি ও শান্তি দিয়েছেন। তাই দেশের শান্তি বজায় রাখতে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। চারদিকে নৌকা মার্কার জয়জয়কার শেখ হাসিনাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। একমাত্র নৌকা মার্কা বিজয়ী হলে শেখ হাসিনার হাতে দেশের চালিকাশক্তি থাকবে। সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারবে। বুধবার (২০ ডিম্বেবর) সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের সঞ্চলনায় ও কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিদুর রহমান শহিদের সভাপতিত্বে কাজী নাবিল আহমেদ বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে নৌকা প্রতীকে অগ্রসর হতে হবে। কারো কোনো কথা শোনা যাবে না। যশোরে গত ১৫ বছরে ব্যাপকভাবেউন্নয়ন হয়েছে। করোনা ও ইউক্রেন যুদ্ধের মধ্যেও সাধারন মানুষকে কোনো ধরনের দুর্ভোগে পড়তে হয়নি। সবকিছু শেখ হাসিনা শক্তভাবে মোকাবেলা করেছেন। শেখ হাসিনার অবস্থান শক্ত রাখতে নৌকা মার্কার বিজয়ের কোনো বিকল্প নেই। পথসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধ একেএম খয়রাত হোসেন, সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আতিক বাবু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ও কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। এর আগে কাজী নাবিল আহমেদ তার বাসভবনে সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here