দেবহাটার কোমরপুর শাখরা বাজারের পুর্বে পিচের রাস্তায় কাজে ঢিলাঢালা অন্য দিকে সরকারি রাস্তার কাজের রোলার দিয়ে পাবলিক সার্ভিস এর অভিযোগ 

0
236
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের থেকে কোমরপুর হয়ে শাখরা বাজারে যাওয়ার পার হওয়ার  একমাত্র ব্রীজ। এর পুর্বে কোমরপুর বিজিবির টহাল ক্যাম্পের সামনে পিচের রাস্তায় কাজ। সকাল সাড়ে ৮ টার দিকে সরজমিন পরিদর্শন কালে রোলার টি বন্ধ অবস্থায় দেখা যায়। ১০ টায় ১৩ মিনিটের দিকে রোলার টি দিয়ে রাস্তা সমান করা বাদেই সরাসরি পাবলিক সার্ভিস। যতটুকু সময় পাবলিকের নিজস্ব কাজ করা হয়েছে এই কাজটি না করে রাস্তা সমান করার লক্ষে চলমান থাকলে জনসাধারণের পায়ে হেটে পথচলা ও যে কোন যানবাহন যোগাযোগে যাতায়তে ব্যাপক উপকারের ছিলো। উপকারের প্রতিদান হচ্ছে, সরকারি রাস্তার কাজের অনিবার্য ফাঁকি। যেই রাস্তায় চলাচলের ক্ষেত্র জনসাধারণের ভোগান্তি পোহাতে হতো, সেই রাস্তায় সংস্কারের কাজ বটে, স্থানীয় জনতার সহ- কাজের ব্যাপারে বিভিন্ন অভিযোগ। অনেকে জানিয়েছেন, রোলার টি রাস্তা সমান করবেন, তা না করে রোলার টি নিয়েই গোডাউনের সামনে বিল্ডিং ভাঙার থেকে বাদ দেওয়া শুড়কি সমান করতে দেখা গেছে এমনই জানান। যে ব্যাক্তিদের কে রাস্তার  কাজের রোলার সাথে থেকে একটি কাজের দৃশ্য,রাস্তার কাজের কেউ বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here