জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ৪টি  পানির প্লান্ট স্থাপন

0
155
শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ায় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা সংস্থার উদ্যোগে ৪টি পানির প্লান্ট স্থাপিত হয়েছে।
গত ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট , বাদুড়িয়া, সাপেরদুনে ও ভড়ভুড়িয়া চারটি গ্রামের মানুষের দীর্ঘদিনের সুপেয় নিরাপদ খাবার পানির সমস্যা সমাধানকল্পে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা  লবণাক্ত পানি পানযোগ্য করার উন্নত প্রযুক্তির সমন্বয়ে চারটি আর. ও. পানির প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে।
প্লান্ট ৪টি স্থাপনে যাবতীয় সরঞ্জামাদি প্রদান করায়  উপকূলীয় হাজার হাজার মানুষ লবণাক্ত পানির কারনে  সুপেয় ও বিশুদ্ধ পানির চরম অভাব বিরাজ করছে। ফলে পানি বাহিত সহ বিভিন্ন রোগ থেকে পরিত্রান ও সুপেয় বিশুদ্ধ পানি পান করার সুযোগ সৃষ্টিতে প্লান্ট ৪টি স্থাপন হওয়ায় সুফল ভোগীরা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।অনুষ্ঠানে সরকারের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা ঢাকা অফিসের প্রোগ্রাম ম্যানেজার মোঃ রেজাউল করিম অনুষ্ঠানের সঞ্চলনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here