নড়াইল অনুষ্ঠিত হয়েছে চাকুরি মেলা-২০২৩

0
186
নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে চাকুরি মেলা-২০২৩। মঙ্গলবার জেলা প্রশাসন ও কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুর কবির, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার, নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আর মামুন সিদ্দিকী, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সহ চাকুরি প্রাথীরা এ সময় উপস্থিত ছিলেন।
              মেলায় ওয়ালটন, আরএফএল, আকিজ গ্রুপসহ চাকুরী দাতা ১৫ টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে। মেলায় ৫ শতাধিক চাকুরী প্রার্থী তাদের চাকুরির জন্য আবেদন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৩ জন চাকুরি প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়। বাকীদের আবেদন যাচাই বাছাই করে  কোম্পানীগুলোর চাহিদা অনুযায়ী নিয়োগ দেয়া হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here