ঝিকরগাছার পল্লীতে কৃষকের চুই ঝাল চুরি

0
242

ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি॥ যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে এক কৃষকের গাছে থাকা চুইঝাল চুরির হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দিনগত রাতে ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের রঘুনাথপুর বাগ গ্রামে। কৃষক সাইফুল আলম শাহীন জানিয়েছেন, গত ৫ বছর আগে তার বাড়ির পাশের কয়েকটি আমগাছে তিনি চুই ঝালের চারা রোপন করেছিলেন। গাছগুলো এখন অনেক বড় হয়েছে। বুধবার সকালে পরিচর্যার এক পর্যায়ে তিনি দেখতে পান তার বাগানের বড় গাছটির চুলঝাঁল গাছ অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে। ওই গাছের আনুমানিক মুল প্রায় ১০হাজার টাকা বলেও জানান তিনি। রঘুনাথপুর বাগ গ্রামের সংবাদপত্র পরিবেশক শাহাদত হোসেন ও একই গ্রামের কৃষক তোজাম হোসেন জানান তাদের গ্রামে চুই ঝাঁল চুরির ঘটনা এই প্রথম। চুরির ঘটনায় অন্য কৃষকরা ভয়ে রয়েছে বলেও জানান ওই দুই কৃষক।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here