কলারোয়ায় গোপীনাথপুরে নৌকার প্রার্থী স্বপনের সমর্থনে নির্বাচনী পথসভা

0
155
এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি:  কলারোয়ায় পৌরসভায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) বিকালে ৬ নং গোপীনাথপুর ওয়ার্ড আ.লীগের আয়োজনে গোপীনাথপুর পূজা মন্ডপ চত্বরে পথসভাটি অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। বক্তব্যে তিনি জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আগামী ৭ মার্চ অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন স্থানীয়ভাবে দলীয় মতো পার্থক্য থাকলেও এখন থেকে সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থী স্বপনকে জয়ী করতে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে তৃলমূল স্তরের নেতা- কর্মীদের কাজ করার আহবান জানান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও উপজেলা আ. লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান। সাবেক ওয়ার্ড আ.লীগ সভাপতি শাহজাহান আলী মোড়লের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর আ. লীগ সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, আ.লীগ নেতা পৌর কাউন্সিলর আলফাজ হোসেন, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা শফিউল আজম সফি, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা আসাদুজ্জামান তুহিন, আ’লীগ নেতা কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সাবেক ছাত্রলীগ নেতা  শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, যুবলীগ নেতা সহিদ আলী, মহিলা আ.লীগ নেত্রী পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, পৌর কাউন্সিলর দিথি খাতুন সহ অসংখ্য মহিলা আ.লীগ সহ ওয়ার্ড আ.লীগের নেতা- কর্মীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here