যশোরে নারী চোরচক্রের আরও দুই সদস্য আটক

0
182

যশোর অফিস : যশোরে মোবাইল ফোনসেট চোর সিন্ডিকেটের আরও দুই নারী সদস্যকে আটক করেছে পুরাতক কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা  যশোর শহরের প্যারিস রোড থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, খুলনার সোনাডাঙ্গার গল্লামারী ব্রিজের পাশের বাসিন্দা কবিতা বেগম ও সেমিট্রি রোড মুড়িপট্টি এলাকার জাহানারা বেগম গীত ওরফে রানী বেগম।পুলিশ জানায়, সম্প্রতি শহরের পুলিশ প্লাজা থেকে চার নারী চোরকে আটক করা হয়। একজন কলেজ ছাত্রীর মোবাইল ফোনসেট চুরির সময় তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার মুসলিম একাডেমীর পাশে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here