যারা নৌকার বিপক্ষে অবস্থান করছেন তারা আওয়ামী লীগের গণশত্রু: কাজী নাবিল

0
172

নিজস্ব প্রতিবেদক: যশোরে যারা নৌকার বিপক্ষে অবস্থান করছেন তারা আওয়ামী লীগের গণশত্রু। দেশ ও জাতির স্থায়ী শত্রু। এসব বেঈমানদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। রাজনৈতিকভাবে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে। আগামী প্রজন্মকে সুখে-শান্তিতে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আওয়ামী লীগের পথভ্রষ্টদের কথায় কেউ কান দেবেন না। উন্নয়নের স্বার্থে ও শেখ হাসিনার জন্য সবাই নৌকার পক্ষে অবস্থান নেবেন।মঙ্গলবার (২ জানুয়ারি) সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মুক্তশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সবার কাছে এ আহবান জানান।কাজী নাবিল আহমেদ বলেন, শেখ হাসিনা যশোরকে দেশের মধ্যে তৃতীয় অর্থনৈতিক জোন করার ব্যবস্থা করছেন। ছয় লেনের সড়ক হচ্ছে। ভৈরব নদী খনন হয়েছে। প্রান্তিক মানুষকে নিয়মিত বিধবা ভাতা, দুঃস্থ ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা দিয়ে শক্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। এক হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক পাকা করেছেন। ২০০টির উপরে স্কুল, কলেজ ও মাদরাসার নতুন ভবন করেছেন। দেশব্যাপী উন্নয়নের জোয়ার যশোরেও বইছে। তাই শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাতে হলে নৌকা মার্কায় ভোট দেয়ার কোনো বিকল্প নেই। একমাত্র নৌকা বিজয়ী হলেই শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হতে পারবেন।

আরবপুর ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মুকুলের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, শহর আওয়ামী লীগ নেতা শাহজাহান কবির শিপলু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম- আহবায়ক মীর ফিরোজ হাসান ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মশিয়ার রহমান শান্ত প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here