দেবহাটায় তিন দিনের মধ্যে ঘরবাড়ি ভেঙে নিতে ও না নিলে উচ্ছেদ করা হবে এর প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচি 

0
159
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ০২ নং-পারুলিয়া ইউনিয়নের গড়িয়া ডাঙাও ইছামতী নদীর সীমান্ত কোমরপুর এলাকার নিরুহ গরীব ও অসহায় মানুষেরা। তাদের কোথাও নিজস্ব জমিজমা না থাকার ফলে দীর্ঘ বছর ধরে রাস্তার ও খালপারে ঘর বেধে বসবাস করে আসছিলো। প্রতিদিন সকালে বাড়ি থেকে বাহির হয়ে  বিভিন্ন এলাকায় দিনমজুরী খেটে সন্তানের মুখে ভাত তুলে  ক্ষুধা মিঠাতে ও  সংসার জীবন যাপন করতে হয়। ইতিমধ্যে ০৭/০১/২০২৪ ইং-তারিখ ভোটের পরের দিন ০৮ ইং-জানুয়ারী সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে এলাকায় মাইকিং করে তিনদিনের মধ্যে তাদের  নিজেদের বসত বাড়ি ভেঙে নিতে বলা হয়েছে। তারা  খুবই কষ্টে জীবন যাপন করে আসছে। তাদের  বন্ধ ব্যবস্থার কোন রকম আলামত নেই। এরপর মাইকিং করে তিন দিনের মধ্যে উচ্ছেদ করে দেওয়া ঘোষণা  হয়েছে । বন্ধ ব্যবস্থার আগে তাদের  বসবাস বাসস্থান থেকে উঠে যাওয়ার মাইকিং করার বিরুদ্ধে মানববন্ধন ও উচ্ছেদ করার আগে তাদের কে বসবাস বাসস্থানের দাবী। লেখা হয়েছে  উল্লেখ্য বিষয়টি উপস্থিত সাংবাদিক ভাইয়ের লেখনের মাধ্যমে সংবাদ প্রকাশ করে সকলের সহযোগী ও উদ্ধাত্বন কতৃপক্ষের অবহিত করে নিরুহ ব্যাক্তিদের উপকারের লক্ষে দাবী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here