ডুমুরিয়া চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে জরিমানা আদায়।

0
169
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা) । মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ অনুযায়ী চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে ডুমুরিয়ার শ্রুতি ফিস ডিপো মালিক কৌশিক বিশ্বাসকে ৩০, ০০০/- টাকা জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যায় কাজি শামসুর রহমান মৎস আড়ত সংলগ্ন কৌশিক বিশ্বাসের শ্রুতি ফিসে এ জরিমানা করেন ডুমুরিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক। জব্দকৃত ১৫ কেজি পুশড চিংড়ি কেরোসিন মিশিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার অশিত কুমার সরকার, টেকনিক্যাল অফিসার
প্রণব কুমার দাস ও  মো. আশিকুর রহমান, এস এম সাদ্দাম হোসেন, শেখ ইভান আহমেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here