যশোরের সতীঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত – ১ 

0
156
নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার সতীঘাটাস্থ কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে ঢাকা মেট্রো – ন ২৯ – ৮৯ ১৫ নাম্বারের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে থাক্কা মারে।  এঘটনায় পিকআপের হেল্পার জুমায়েদ (১৮)  ঘটনাস্থলেই নিহত হয়। বুধবার ভোররাত আনুমানিক ৪:৩০ মিনিটে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এলাকাবাসীর সূত্রে জানা যায় মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ যশোরে উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে সতীঘাটা নতুন বাজার কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্নে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন। সংবাদ পেয়ে যশোর কোতয়ালী মডেল থানার ডিউটিরত এস আই আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন  এবং হেল্পার  জুনায়েদকে অ্যাম্বুলেন্স যোগে যশোর সদর হাসপাতালে মর্গে পাঠিয়ে দেন। অপরদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে চুকনগর হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর পারভেজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পিকআপটি  উদ্ধার করে  চুকনগর থানায় নিয়ে যান। সড়ক দুর্ঘটনার বিষয়ে সাব ইন্সপেক্টর পারভেজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিহত হেল্পারকে সনাক্ত করেছি। নিহত হেল্পার এর  নাম ঠিকানা জানা গেছে ।  নিহত হেল্পারের পরিবার  বাদী হয়ে থানায় মামলা করবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here