ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে বৃদ্ধের মৃত্যু

0
135

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে শেখ মারুফ হোসেন (৬৬) বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুযারি) বিকালে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনের প্লাটফর্মে এ দূর্ঘটনা ঘটে। তিনি খুলনার টুটপাড়া মেইনরোড এলাকার শেখ গোলাম হোসেন ও জয়নব বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে ৪টা ১৫ মিনিটে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস যশোর থেকে নওয়াপাড়া স্টেশনে থামে। ট্রেনটি স্টেশন ছাড়ার সময় দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নীচে পড়ে যান একজন বৃদ্ধ। নির্ধারিত সময় পর ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেনে দ্রুত উঠতে গিয়ে তিনি নিচে পড়ে যান। তার মাথার ওপর দিয়ে ট্রেনটি চলে যাওয়ায় মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
নওয়াপাড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অনুপ মন্ডল বলেন, ভ্যান থেকে নেমে সে দ্রুত চলন্ত ট্টেনে উঠতে গিয়ে নিচে পড়ে যায়। রেলে কাটা পড়ে সে ঘটনাস্থলে নিহত হয়। নিহতের লাশ উদ্ধারের জন্য রেলের জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে।
এ ব্যাপারে খুলনা রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে এসআই শহিদুল ইসলামের নেতৃত্ব পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here