স্টাফ রিপোর্ট ,কালীগঞ্জ,(ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল গ্রামে আদ্- দ্বীন সখিনা মেডিকেল কলেজের আয়োজনে জাহানারা মান্নান হাসপাতাল চাপরাইল এ চক্ষু,ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য এবং বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন ক্যাম্প ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২০০৮ সাল থেকে আদ্- দ্বীন সখিনা মেডিকেল কলেজের সহযোগীতায় দীর্ঘ ১৬ বছর যাবৎ চক্ষু সেবা প্রদান করে আসছেন বলে জানা যায়। আদ্- দ্বীন সখিনা মেডিকেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ শেখ মহিউদ্দিন তত্তাবধানে গত বৃহস্পতিবার আউটডোরে ৩১৫ জন চোখের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও ৫৭ জন চক্ষু রোগীর চোখে ছানি শনাক্ত করে শুক্রবার তাদের চাপরাইল জাহানারা মান্নান হাসপাতালে অপারেশন করেন ডাঃ শেখ মহিউদ্দিন। ২০ শে জানুয়ারী শনিবার সকালে আবু বক্কর বিশ্বাস মকছেদ আলী কলেজ মাঠ প্রাঙ্গনে সৈয়দ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে চক্ষু,ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। ৫৭ জন রোগী,স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের সমন্বয়ে স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এস এম জাহাঙ্গীর সিদ্দীকি ঠান্ডু,নিয়মতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ রনি লস্কার,কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবু আজিফ,কালীগঞ্জ সরকারী মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের অবসারপ্রাপ্ত অধ্যাপক মোঃ এনামুল হক,চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত শিক্ষক বাবু শচিন্দ্রনাথ সাহা। অনুষ্ঠানটি সঞ্চাচলনা করেন মোঃ দুলাল উদ্দিন খাঁ।
এই স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে উপকারভোগী উপজেলার তত্তিপুর গ্রামের মোছাঃ হালিমা বেগম জানান,আমি ৫ বছর যাবত চোখে ভালো ভাবে দেখতে পারতাম না, এখানে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পে এসে চোখ দেখায়,এবং চোখে ছানি ধরা পড়ে তারপর জাহানারা মান্নান হাসপাতালে ফ্রী অপারেশন করি।যারা চক্ষু চিকিৎসার সাথে সার্বিক সহযোগীতা করেছেন তাদের জন্য আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করি।আয়োজকদের পক্ষে সৈয়দ মাহাবু্বুর রহমান বলেন,আমরা দীর্ঘদিন যাবৎ ডাঃ শেখ মহিউদ্দিন সাহেবের সহযোগীতায় গরীব,অসহায় চক্ষু ছানি রোগীদের ফ্রি অপারেশন করে থাকি। ভবিষ্যতে চক্ষু সেবা ছাড়াও আরো অন্য রোগীদের চিকিৎসা সেবা দিতে পারি এব্যাপারে সকলের সহযোগীতা কামনা করছি।















