কুষ্টিয়ায় শীতার্ত মানুষের পাশে জেলা ছাত্রলীগ

0
145

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়ার অসহায় দুস্থ মানুষের পাশে শীত বস্ত্রনিয়ে ছাত্রলীগের নেতাকর্মিরা, অসহায় শীতার্ত মানুষের শীত নিবারনের মানবিক চেষ্টা, শীত বস্ত্রপেয়ে মুখে হাসিফুটলো কুষ্টিয়ার শীতার্ত মানুষের। শীতবস্ত্র পেয়ে গায়ে জরিয়ে দোয়া করতে থাকে অসহায় গরিব মুনুষেরা। তারা বলেন এটা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ আমাদের কষ্ট দেখে এই মানুষ গুলোকে পাঠিয়েছে দোয়া করি আল্লাহ তাদের উদ্দেশ্য পুরন করুক। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেনের পক্ষে থেকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আয়োজনে শীতার্তদের মধ্যে উপহার তুলে দেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ।কুষ্টিয়া জেলায় শীতের প্রকোপ বেশি থাকায়,কুষ্টিয়াতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষে কুষ্টিয়া জেলা জুড়ে পর্যায়ক্রমে ১০০০ কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য করোনা মহামারির সময় চিকিৎসকদের পাশাপাশি শেখ হাফিজ চ্যালেঞ্জের নেতৃত্বে ৬৫ জন স্বেচ্ছাসেবক প্রায় ২ বছর ধরে কুষ্টিয়া সদর হসপিটালে ওষুধ সরবরাহ,অক্সিজেন সরবরাহ,খাবার দেওয়া এবং করোনায় আক্রান্ত মৃত রোগীর দাফন সহ মানবিক কাজে নিয়োজিত ছিলো,যা কুষ্টিয়া সহ আশেপাশের জেলায় ভুয়সী প্রশংসা কুড়িয়েছেন।কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এমন ইতিবাচক মানবিক কাজের ধারা চলমান থাকবে এই আশা রাখেন  সকল শ্রেণি পেশার মানুষ। এই বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বলেন শুধু আমি একা নয় আমার জেলা ছাত্রলীগের নেতাকর্মিরা যদি সহযোগিতা না করতো তাহলে আমার একার পক্ষে করোনার সময় কাজ গুলো কোরতে পারতাম নাপাশাপাশি আমাদের যখনযেটা প্রয়োজন হত আমাদের এমপি .বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ভাই সার্বিক সহযোগিতা করে ছিলেন। আজ আমাদের কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের সভাপতি তার সহযোগিতায় আমরা কুষ্টিয়ার বিভিন্ন এলাকার অসহায় দুস্থ গরিবদের মাঝে শীত বস্ত্র উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে আমাদের এমন কর্মকান্ড সব সময় চলমান থাকবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here