শ্যামনগরে খাল থেকে অবৈধ মাটি খননে ইটভাটাকে একলক্ষ টাকা জরিমানা

0
137
মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের সোয়ালিয়া-কল্যাণপুর সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি খনন করার দায়ে এক ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(২৩ জানুয়ারী) বেলা ১২ টায় সদরের বেলাল ব্রিকসসের মালিক বেলালকে ১লক্ষ টাকা জরিমানা করেছে শ্যামনগর সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি খনন করে ইটভাটায় নিয়ে যাওয়ায় ইটভাটা প্রস্তুত আইনে বেলাল ব্রিকসকে ১লক্ষ টাকা জরিমানা করেছে। স্থানীয় সূত্রে জানা যায়,বিগত কয়েকদিন যাবৎ শ্যামনগর উপজেলা সদরের সোয়ালিয়া-কল্যাণপুর সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি খনন করে ইটভাটায় নিয়ে যাচ্ছে বেলাল ব্রিকস। ডাম্পার দিয়ে মাটি বহন করায় এলাকার রাস্তাঘাট একেবারেই চলাচলের অনুপযোগী করে ফেলেছে।এছাড়া ভেকু দিয়ে মাটি খনন করা করায় ঝুঁকিতে পড়েছে কার্পেটিং রাস্তা।সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন,অবৈধভাবে মাটি খনন এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here