যশোরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ৫ আসনের এমপি ইয়াকুব আলী

0
201

যশোর প্রতিনিধি : মনিরামপুর পাঁচ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব এস এম ইয়াকুব আলী বলেছেন সকলের চেষ্টায় মনিরামপুর সহ প্রত্যন্ত অঞ্চলে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করে তুলবো। তিনি আজ দুপুরে যশোর শহরের হোটেল সিটি প্লাজা কনফারেন্স রুমে যশোরের কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় অংশ নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকরা তাদের লেখনি চালায়ে যাবেন। ভুল ভ্রান্তি যায় কিছু লেখেন না কেন, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আপনাদের কাছে চাই। আমার সংসদীয় এলাকায় দুর্নীতি স্বজন প্রীতি নিয়োগ বাণিজ্য হতে দেব না ইনশাল্লাহ। মনিরামপুরকে স্তরে স্তরে উন্নয়ন করে নিয়ে যাব।মতবিনিময় সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণের সম্পাদক একরাম উদ -দ্দৌলা, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক মমিনুল ইসলাম মবিন ,লোক সমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোরুল কবীর নান্টু,প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, ইত্তেফাকের যশোরের সিনিয়র স্টাফ রিপোর্টার ফারাজি আহমেদ সাঈদ বুলবুল,গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, লোকসমাজ এর বার্তা সম্পাদক সিকদার খালিদ, দৈনিক জনতার জেলা প্রতিনিধি শেখ দিনু আহমেদ, চ্যানেল আই এর প্রতিনিধি  আকরামুজ্জামান ,৭১ টিভির প্রতিনিধি এস এম ফরহাদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here