জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কাজী নাবিল আহমেদ কে সংবর্ধনা

0
159

স্টাফ রিপোর্টার : যশোর জিমনেসিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ
থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কাজী
নাবিল আহমেদ কে গতকাল সংবর্ধনা দেয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ইয়াকুব কবিরের সভাপতিত্বে ও
যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম আখতারুজ্জামানের সঞ্চলনায়
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান
মিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন
বিপুল, যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ মোকছিমুল বারী অপু,
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা ক্রীড়া
সংস্থার সহ-সভাপতি এ জেড এম সালেক ও মহিলা ক্রীড়া সংস্থার
সাধারণ সম্পাদক সাইদা বানু শিল্পী প্রমুখ।
অপরদিকে গতকাল এমএম কলেজ মাঠে মহাকবি মাইকেল মধুসূদন
দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী নাবিল
আহমেদ। অনুষ্ঠানে এমপি কাজী নাবিল আহমেদ বলেন, ২০০ বছর
আগে যখন আমরা ফিরে যাবো, দেখবো ‘বেঙ্গল রেনেসাঁ’। তখন
সেটি ছিলো সেই সময়কার আধুনিকতা। আধুনিকতা
বিভিন্ন সময় বিভিন্ন দেশে আসে। বর্তমানে আমরা
আধুনিকতা বলতে বুঝি ইনফরমেশন কমিউনিকেশন
টেকনোলজি-আইসিটি, তথ্য-প্রযুক্তিসহ আর্টিফিশিয়াল
ইন্টেলিজেন্স-এআই। এর সঙ্গে যদি বায়োটেকনোলজি, মহাকাশ
বা বিভিন্ন ধরনের গবেষণার কথা বলি, সব ক্ষেত্রে প্রধান উপাদান
হচ্ছে শিক্ষা। আর এই বঙ্গে শিক্ষার পীঠস্থান হচ্ছে সরকারি মাইকেল
মধুসূদন (এমএম) কলেজ, যার নামকরণ করা হয়েছে মহাকবি
মাইকেল মধুসূদন দত্তের নামে। তিনি আমাদের যশোর জেলার
কৃতি সন্তান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে
এগিয়ে নিতে অবকাঠামোগত, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায়,
কোভিড মহামারিতে কার্যকর পদক্ষেপ এবং সব নাগরিককে
ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে যা করেছেন, সেগুলোতেও রয়েছ
আধুনিকতার ছোঁয়া। আগামী পাঁচ বছরে দেশের অবস্থার
বৈপ্লাবিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এই সংসদ সদস্য বলেন, শেখহাসিনা পঞ্চম বারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত
হয়েছেন। তার নেতৃত্বে এই মেয়াদে স্মার্ট বাংলাদেশ
বিনির্মাণে অনেক ধরনের গুণগত পরিবর্তন আসতে যাচ্ছে। এতে
অবশ্যই যেনো যশোর তার ঐতিহাসিক দায়িত্ব ও অংশীদারিত্ব
বজায় রাখতে পারে। সে ক্ষেত্রে আমিসহ অন্য সংসদ সদস্যদের
দায়িত্ব থাকবে, সেটি নিশ্চিত করতে ভূমিকা রাখা।
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা
আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে
আলোচনা করেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.
আহসান হাবীব, সরকারি মাইকেল মধুসূদন কলেজের উপাধ্যক্ষ
প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী ও জন্মবার্ষিকী উদযাপন কমিটির
আহবায়ক প্রফেসর মদন কুমার সাহা।
আলোচনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আহসান
মোহাম্মদ ইকরামুল হক, ছাত্রলীগ এমএম কলেজ শাখার সদস্য শেখ
ইব্রাহিম সাগর ও ওহিদুল ইসলাম রাব্বি প্রমুখ।
এছাড়া গতকাল কাজী নাবিল আহমেদ তার বাসভবন থেকে অসহায়
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here