পার্থ প্রতিম মন্ডল:-তালা- সাতক্ষীরা প্রতিনিধি: রামকৃষ্ণ আশ্রম ও মিশন যশোরের পক্ষে তালার গোপালপুর রামকৃষ্ণ মিশনের শাখায় কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৬ শে জানুয়ারি সকালে উপজেলার গোপালপুর রামকৃষ্ণ আশ্রম শাখার কার্য্যালয়ে বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলানথ্রোপিক সেন্টার অফ নিউ ইয়র্ক (ইউএসএ) অর্থায়নে রামকৃষ্ণ মিশন ও আশ্রম যশোরের পক্ষ থেকে এলাকার দরিদ্র মানুষ ও স্থানীয় স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ এর স্কুলের গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশা নন্দ জি মহারাজ ওরফে মন্টু।
কম্বল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন গোপালপুর শ্রী রামকৃষ্ণ মন্দির এর সভাপতি গোপাল চন্দ্র পাল সাধারণ সম্পাদক এ্যাড,তারক চন্দ্র নন্দী ও স্থানীয় ইউপি সদস্য মোঃ ফেরদৌস মোড়ল সহ সামাজিক সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় এলাকায় ১৬০ টি অসহায় পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।















