বেনাপোল পোট থানা পুলিশের  অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক- ৯

0
216

বেনাপোল থেকে এনামুলহকঃযশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের এক ঝটিকা অভিযানে ১ জন সাজা প্রাপ্ত আসামী ও ০৮ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত মোট o৯ জন আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানার পুলিশ সদস্যরা । মঙ্গলবার (o৬/o২/২৪) বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,১। মোঃ কোরবান আলী (৪৫), পিতা- মোঃ মসলেম আলী, গ্রাম-দৌলতপুর,  মোঃ জাহিদুল ইসলাম, পিতা-মোঃ শওকত আলী, সাং-শিকড়ী,  ইমরান (২৪), পিতা-ইনতাজুর, সাং-সাদীপুর, মোঃ সোহেল শেখ (২৬), পিতা-আব্দুল মালেক শেখ, সাং-ভবেরবেড় পূর্বপাড়া, শাওন, পিতা-নায়েব আলী, গ্রাম-সাদীপুর, মোঃ আনিছুর রহমান (৩৫), পিতা-সিদ্দিক, মাতা-সুফিয়া খাতুন, গ্রাম-শিকড়ী (পীরবাড়ী), এ/পি সাং-বালুন্ডা (শ্বশুর ফজের আলীর বাড়ী), মোঃ আবুল বাশার (৩৮), পিতা-মৃত সামসুর, মাতা-হাজেরা বেগম, গ্রাম-ভরেববেড়,  মোঃ আলমগীর হোসেন (২৮), পিতা-মৃত জুলহাস হোসেন, গ্রাম-কাগমারী (কাগজপুকুর বাজারের পাশ্বে),  মিরাজ (২১), পিতা-আলম ফকির, গ্রাম-সাদীপুর, সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর ৷ বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম এর নির্দেশক্রমে এসটিসি-৯২০/২০১৪ এর সাজা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীগনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here