সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪জন আহত

0
159

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪জনকে মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে বলে খবর পাওয়া গেছে। থানায় লিখিত এজাহার সুত্রে জানা গেছে, কুশখালী গ্রামের আব্দুল খালেক সরদারের পুত্র কবীর উদ্দিনের সাথে একই গ্রামের প্রতিপক্ষ মৃত নেছার আলী সরদারের পুত্র আবুল বাশার গং দের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৯ফেব্রু:শুক্রবার বিকেলে আদালতের নির্দেশ অমান্য করে সম্পুর্ন অবৈধ ভাবে জোর পূর্বক বেআইনি ভাবে অনধিকার প্রবেশ করে বিভিন্ন রকম দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মৃত নেছার আলী সরদারের পুত্র আবুল বাশারের নেতৃত্বে তার স্ত্রী ফরিদা খাতুন, বোন রঙ্গিলা খাতুন, আরশাদ আলীর কন্যা জোৎস্না খাতুন, শাহাদাৎ হোসেনের স্ত্রী জেলেখা খাতুন ও মৃত নেছার আলীর কন্যা ফজিলা খাতুনসহ আরও কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে প্রতিপক্ষ কবীরউদ্দীন(৫১),তার স্ত্রী শাহানা খাতুন(৪০),পুত্র ফাহিম উদ্দিন (১৭)এবং চাচা আব্দুল হান্নান (৭০)কে গুরুতর রক্তাক্ত জখম করে। এঘটনায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন এবং অপর ১জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ভিকটিম কবীরউদ্দীন বাদী হয়ে গতকাল সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here