সুন্দরবনে জেলের জালে উঠলো ২৫ কেজির জাভা, দাম হাকালো ৪ লাখ

0
225
মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগরে সুন্দরবনে এবার জেলেদের জালে উঠলো ২৫ কেজি ৩৬০ গ্রাম ওজনের জাভা মাছ।যার দাম হাকা হচ্ছে চার লাখ টাকা।
গত ১১ ফেব্রুয়ারি(রবিবার)সন্ধ্যায় মাছটি নিয়ে লোকালয়ে আসেন জেলেরা।
জানা গেছে,সুন্দরবনের  মালঞ্চ নদীর ফি‌রি‌ঙ্গি খালে মাছ শিকারকালে শনিবার রাতে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের শুকুর আলীর জালে মাছটি ধরা পড়ে।মাছটি নিয়ে তিনি রোববার সন্ধ্যায় লোকালয়ে ফেরেন।শুকুর আলী জানান,মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম।এখন পর্যন্ত ব্যাপারীরা মাছ দাম বলেছেন তিন লাখ ৭৫ হাজার টাকা।কিন্তু চার লাখ হলে মাছটি বিক্রি করবো।সচারাচার এমন মাছ পাঁচ লাখের উপরে বিক্রি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here