কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীর রাস্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে দাফন সম্পন্ন

0
226
এমএ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান সৈয়দ আলী গাজীর মৃত্যুতে রাস্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক ভাবে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী(৮০) সাতক্ষীরা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার(১৯ ফেব্রুয়ারী) ভোর ৫ টার দিকে ইন্তেকাল করেন( ইন্না….. রাজেউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ৮ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার জোহরের নামাযবাদ কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে মরহুমের রাস্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। রাস্ট্রীয় মর্যদায় পুষ্পস্তাবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন ও “গার্ড অব অনার” প্রদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি কৃষ্ণা রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) তাইজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ও আ. লীগের পক্ষ থেকে মরহুমের প্রতি  শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পন করেন আ.লীগ নেতা পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহিদুল ইসলাম।
জানাযা নামাজ পূর্বক আলোচনায় ভার্চুয়াল বক্তব্য রাখেন ঢাকায় অবস্থানরত তালা- কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মরহুমের পুত্র মফিজুল ইসলাম লাভলু, প্রভাষক তৌহিদুর রহমান। মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জানাযা নামাজে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ: রউফ,
বীর মুক্তিযোদ্ধা দাউদ আলী, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যা: এমএ কালাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সাবেক প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল,
পৌর বাজার কমিটির সভাপতি আরাফাত হোসেন, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এ্যাড: আশরাফুল আলম বাবু, সমাজ সেবক মুনছুর আলী, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আসিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম সহ মুক্তিযোদ্ধাগণ, সূধিজন, সাংবাদিকবৃন্দ ও অসংখ্য মুসল্লীগণ। জানাযা ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান ফারুকী। জানাযা নামাজ শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীকে পৌর সদরের গদখালি গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here