মোল্লাহাটে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ২৫

0
163
মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে পান্না মোল­া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার মোল­ারকুল এলাকায় লায়েক কাজী ও শাহজাহান খাকি‘র গ্র“পের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মোল­াহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত পান্না মোল­া মোল­াহাট উপজেলার মোল­ার কুল এলাকার মৃত তৈয়ব মোল­ার ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন মোল­াহাট থানার উপ-পরিদর্শক মাজাহার, বিধান ও মামুন এবং পুলিশ কনস্টেবল গোপাল, হাফিজুর ও সঞ্জয়।
মোল­াহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়েক কাজী ও শাহজাহান খাকি’র গ্র“পের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুইপক্ষের লোকজন লাঠিসোটা, ধারালো অস্ত্র, বল্বব ও বন্ধুক নিয়ে একে অপরের উপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা করলে, অতর্কিত হামলায় আমাদের ৬ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থলে লায়েক কাজী গ্র“পের লোক পান্না মোল­ান মৃতদেহ পাওয়া যায়। এছাড়াও উভয়পক্ষের অন্তত ১৯ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এর আগেও উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here