সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির  নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৭মার্চ নির্বাচন।১৩ পদের বিপরীতে লড়বেন ২৭ জন

0
196

এস এম ইসমাইল হোসেন, সাতক্ষীরা থেকে: সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির   দ্বি বার্ষিক নির্বাচনে এবছর ১৩ পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার নির্বাচন কমিশন ২৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন।আগামী ৭ মার্চ সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে। নির্বাচন কমিশন সুত্রে আরো জানা গেছে, এবছর সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি বার্ষিক নির্বাচনে সর্বমোট ৪৮৪ জন ভোটার আগামী ৭  মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবছর সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ১৩ টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদের মধ্যে সভাপতি পদে- শেখ আব্দুল মান্নান বাবলু ও মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি পদে- মোঃ রমজান আলী, কাজী শাহাদাত হোসেন মাসুম, তুষার কান্তি রায় ও আব্দুর রহমান (২), সাধারণ সম্পাদক পদে- মোঃ সাইফুল ইসলাম বাবু, মো: আবু সাঈদ ও মো: আব্দুল জলিল , যুগ্ন সম্পাদক পদে- আবু সাঈদ (৩) ও দেবাশীষ কর্মকার, সহ সম্পাদক পদে- মো: আনোয়ার হোসেন ও মো: ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক পদে- মো:শামীম আক্তার মিরান মুকুল ও কামরুল ইসলাম,  কোষাধ্যক্ষ পদে- নরেশ মল্লিক ও মো: শফিকুল ইসলাম এবং সদস্য পদে- আবু সাঈদ বিশ্বাস, মেহেদী হাসান, মনোজ কুমার বিশ্বাস, পলাশ রায়, গোলাম হোসেন মিলন, বিধান চন্দ্র, আব্দুস সামাদ, মোঃ আব্দুল হাকিম, মো: গোলাম রব্বানী আলম ও মো: শামসুর রহমান নির্বাচনে লড়ছেন। ইতোমধ্য সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত পাড়ায় সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে।ব্যানার, পোষ্টার,ফেষ্টুন ও প্লাকার্ডে ছেয়ে গেছে আদালত চত্বর। চায়ের ষ্টল গুলোতে প্রার্থী ও  ভোটারদের উপচে পড়া ভীড়ে বেশ খুশি চায়ের দোকানদাররা।প্রার্থীরা শুধু এখানেই থেমে নেই, দিন- রাত ছুটে চলেছে এক ভোটার থেকে অন্য ভোটারের বাড়িতে। প্রার্থীরা দলবল নিয়ে ভোটারদের বাড়িতে যাওয়ায় সাধারণ ভোটাররাও বেশ আনন্দিত। এবছর এড আল.মো: আব্দুস সবুরকে প্রধান নির্বাচন কমিশনার করে মোট ৮ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হল- এড স ম মমতাজুর রহমান মামুন,এড আ ক ম শামছুদ্দোহা খোকন,এড এস এম আমজির হোসাইন,এড এস এম আবুল বাশার,এড ফকরুল আলম বাবু,এড মোস্তাফিজুর রহমান অনিক,এড এম এম আব্দুস সালাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here