হারিয়ে যাওয়ার দুই যুগ পর বাড়ি ফিরলো চৌগাছার তোতা মিয়া

0
293
চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় হারিয়ে যাওয়ার দীর্ঘ ২৪ বছর পর নিজের বাড়ি ফিরে আসলেন তোতা মিয়া (৪৮)। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আকস্মিকভাবে ফিরে আসেন তিনি। তোতা মিয়া নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে।
মাত্র ২৪ বছর বয়সে বাজার থেকেই হঠাৎ হারিয়ে গেছিলেন তিনি। তখনকার তরতাজা যুবক এখন বৃদ্ধ হয়ে গেছেন। কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে যেন কোনো কথায় বলতে পারছেন না। প্রতিবেশিরাসহ দুর-দুরান্ত থেকে বিভিন্ন গ্রামের লোকজন তাকে একনজর দেখতে আসছে। ইউনিয়নের প্রতিটি গ্রামজুড়ে এ নিয়ে চলছে আলোচনা।
এদিকে অপ্রত্যাশিতভাবে হারানো মানুষকে ফিরে পেয়ে ব্যাপক খুশি তার পরিবার। তোতা মিয়ার বড় ভাই ফিন্টু জানান, ২০০০ সালে চৌগাছা বাজার মসজিদ রোডে কসমেটিকসের দোকান ছিল তোতা মিয়ার। প্রতিদিনের মতো হারানোর ওইদিন সকালেও দোকান খোলার উদ্দেশ্য নিয়ে বাজারে এসেছিলেন তিনি। এরপর থেকে তাকে আর বাজারের কোথাও দেখা যায়নি। দীর্ঘদিন খুজে না পেয়ে থানায় একটি জিডিও করেন তোতা মিয়ার পরিবার। এদিকে অনেকদিন হয়ে যাওয়ার পর ফিরে না আসায় ইউনিয়ন পরিষদ থেকে তাকে মৃত ঘোষনা করা হয়েছিল বলেও জানায় তোতা মিয়ার স্বজনরা। কিন্তু সকলের সব মিথ্যা ধারনার বেড়াজাল ভেঙ্গে দীর্ঘ ২৪ বছর পর বাড়ি ফিরে এসেছেন তিনি। সেই ২৪ বয়সী যুবক এখন ৪৮ বয়সী বৃদ্ধ।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন বলেন, খবর শুনে তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। মানসিকভাবে তোতা মিয়া অসুস্থ হয়ে যাওয়াতে উন্নত চিকিৎসার প্রয়োজন বলে মনে করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here