যশোরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0
145

যশোর অফিস: যশোরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (৩৮) নামের একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আজ বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের মসজিদের ছাদের রডের কাজ করার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল পাশর্^বর্তী ইনায়েতপুর গ্রামের কৃষক সবদুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ সকালে ফয়সালসহ ৪/৫ জন নির্মাণ শ্রমিক প্রেমচারা গ্রামের মসজিদের ছাদে রডের কাজ করতে যায়। দুপুরের খাবার খেয়ে ফের কাজ শুরু করে। এসময় ফয়সাল একটি রড নিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত: মাথার ওপরে থাকা বিদ্যুতের মেইন লাইনের তাড়ে রডটি জড়িয়ে বিদ্যুৎ তাড়িত হয়। এসময় ফয়সাল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাদ থেকে ছিটকে নীচেয় পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here