আন্তর্জাতিক নারীদের দিবস উপলক্ষে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

0
131

যশোর অফিস : যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, পুরুষের পাশাপাশি নারীদের অবদান অনস্বীকার্য। প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখেই চলেছে। কিন্তু এখনো তারা পদে পদে লাঞ্চনা ও বঞ্চনার শিকার হচ্ছে।  তাদের নিরাপদ কর্মস্থল কিংবা প্রাপ্য সম্মান কোন কিছুই নেই। আন্তর্জাতিক নারীদের দিবস উপলক্ষে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে যশোর মহিলা দল প্রতিষ্ঠার পর থেকে দলের নেত্রী সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আজ মহিলাদের কর্মক্ষেত্র নিরাপদ নয়। তারা বিভিন্ন সময় কর্মক্ষেত্রে গিয়ে সহকর্মীরা দ্বারা লাঞ্চিত হচ্ছে। এমনকি অফিসের পিয়ন দ্বারা লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। উচ্চ পদে থাকার পরও মহিলাদের যথাযথ সম্মান দেওয়া হয় না। নারীরা পরিবারের অনেক বেশি লাঞ্চনার শিকার হয়। তিনি বলেন, সর্বক্ষেত্রে নারীদের প্রাপ্য অধিকার ও মর্যদা নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করছি। এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে । জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসিনা ইউসুফ, নগর মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার পান্না প্রমুখ।পরে অধ্যাপক নার্গিস বেগম যশোরে মহিলা দল প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত দলে অসামান্য  অবদান  রাখা মহিলা দল নেত্রীদের উত্তরীয়, ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন।  এসময় জেলা মহিলা দলের নেতৃবৃন্দ অধ্যাপক নার্গিস বেগমকে উত্তরীয়, ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন। সংবর্ধিত নেত্রীরা হলেন, আঞ্জুমান আরা, লিলি হাই, ফয়জুন্নেসা সিদ্দিকী, মোর্সেদা ওহাব, ফিরোজা মোস্তফা, মনোয়ারা চৌধুরী, চমন আরা, সালেহা খাতুন কোকলা, আরিফা বুলবুল, জুবাইদা হক, রাশিদা রহমান, সালেহা ইসলাম, হাসিনা ইউসুফ, ফেরদৌসী বেগম, অ্যাড. মাহমুদা খানম ও জোসনা আলীম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, বিএনপি নেতা অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পদাক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মনোয়ারা মোস্তফা, নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী সেলিনা পারভিন শেলী ও যুগ্ম-সম্পাদিকা সুফিয়া মাহমুদ রেখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here