কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর ইউপি’র ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সাঈদ মোড়ল নির্বাচিত

0
142
কালিগঞ্জ প্রতিনিধিঃ  পুলিশ ও প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ -নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য আনিসুর রহমানের মৃত্যুতে উক্ত পদটি খালি হয়। শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেণ। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯’শ ৮৬টি। এ ভোটে আবু সাঈদ মোড়ল তার ফুটবল প্রতিকে ৭’শ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী আবু জাফর সাপুই মোরগ প্রতিকে ৬’শ ৪০ ভোট পেয়ে পরাজিত হন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু’র সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত ভোটে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোছেন জানান, ৮ংওয়ার্ডে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here