প্রেমবাগে মসজিদের ইমামকে মারপিট

0
139

স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ২নং
ওয়ার্ডের মাগুরা গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মো:
মুজাহিদুল্লাহ কে ইটের আঘাতে রক্তান্ত জখম করেছে তারই
চাচারা, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে মারপিট করে তাকে।
সরেজমিনে গিয়ে যানা যায় স্থানীয় প্রতিনিধিরা কয়েকবার
জমিজমার বিরোধ মিমাংসার চেষ্টা করলেও তা উপক্ষে করে এই
ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আসামী পক্ষ।
এব্যাপারে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা
হয়েছে। অভিযোগ জানা যায়, শুক্রবার ( ৮মার্চ) দুপুরে মসজিদ
থেকে জুম্মা’র নামাজ শেষ করে নিজ বাড়িতে পৌছালে
আসামী ১। মোঃ মিজানুর রহমান ২। আমিনুর রহমান উভয় পিতা –
দুখী মাহমুদ ৩) সাহিদা খাতুন স্বামী মোঃ মিজানুর রহমান
ইমাম মুজাহিদুল্লাহর বাড়িতে গিয়ে মারধর করতে থাকে। এক
পর্যাযে ইট দিয়ে মাথার সজোরে আঘাত করলে ইমাম
মুজাহিদুল্লাহর মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় অন্য
আসামীরা হত্যার উদ্দেশ্যে আবার মারতে উদ্যত হলে স্থানীয়ারা উদ্ধার
করে। প্রচন্ড রক্ত ক্ষরণ হতে থাকলে দ্রুত তাকে অভয়নগর হাসপাতালে
নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তার মাথায় ৫টি সেলাই দিয়ে বন্ধ করতে
সক্ষম হয়। অভিযোগ থেকে আরও জানা যায়। আসামীরা তার কাছে
থাকা মোবাইল সেট, ২০ হাজার টাকা ব্যাংকের দুইটি ডেবিট
কার্ড ও গুরুত্বপূর্ণ কগজপত্র নিয়ে যায়। উল্লেখ্য, ইমাম
মুজাহিদুল্লাহর এর গাছপালা, ফসল ( সরিয়া) জোর পূর্বক তুলে
নেয়ার জন্য চেষ্টা চালাতে থাকে। এনিয়ে ওই ইমামকে বিভিন্ন
সময় হুমকি ধামকি দিতে আসতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here