শার্শায় গলায় দা ধরে গৃহবধূকে ধর্ষণ

0
891
রবিউল ইসলাম বেনাপোল যশোর প্রতিনিধি: যশোরের শার্শার সীমান্তবর্তী একটি গ্রামে গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে উঠেছে।
 উপজেলার আমলাই গ্রামে ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটলেও পুলিশ জেনেছে আজ (শনিবার) বলে গোগা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান।
ধর্ষক ঈমাম হোসেন(২৮) উপজেলার আমলাই গ্রামের আমির হোসেনের ছেলে।
নির্যাতিতা গৃহবধূর বরাতে তার শাশুড়ি বলেন,বৃহস্পতিবার রাতে আমরা বাড়ির সবাই ওয়াজ মাহফিল শুনতে যাই।বউমা অসুস্থতা বোধ করার সে ওয়াজ মাহফিল শুনতে না গিয়ে ঘরের দরজা আটকে শুয়ে ছিল।রাত ১০টার দিকে অভিযুক্ত  ঈমাম প্রথমে বাড়ির সামনের লাইট ভেংগে ফেলে পরে ঘরের দরজার সিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে।এসময় সে আমার বউমার গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার গৃবধুর স্বামী বিষয়টি আমাকে জানালে আমি  ঈমাম হোসেনকে  ক্লাবে নিয়ে জিজ্ঞাসা করলে সে ধর্ষণ করেছে বলে স্বীকার করে।পরে আমি বিচার করতে পারবো না বলে তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিই।
শার্শা থানার ওসি এম মনিরুজ্জামান বলেন, ঘটনাটি পুলিশকে কেউ জানায় নি। আজ ঘটনাটি জানার সাথে সাথে আমি পুলিশের একটি টিম নির্যাতিতা পরিবারের বাড়ি পাঠিয়েছি এবং তাদের আইনগত সকল সহযোগিতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হবে বলে আশ্বস্ত করার পর তারা এখন থানায় অবস্থান করছেন অভিযোগ দেওয়ার জন্য । তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here