আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার আওতায় হাসান ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেডের সৌজন্যে পহেলা রমজানের দিন মঙ্গলবার সকাল ৮টার সময় থেকে উপজেলার পারুলিয়া ইউনিয়নের সহ-রোজাদারের মাঝে ইফতার সমগ্র বিতরন করা হয়েছে।হাসান গ্রুপের পরিচালক আবু হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।তিনি শারীরিক ভাবে অসুস্থ এরপরেও ভালো বাশার টানে ইফতার ভোগীদের মাঝে ইফতার সমগ্র বিতরনে উপস্থিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। হাসান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ- হাসান গ্রুপের কর্মকর্তা বৃন্দরা। উপকার ভোগীদের পক্ষে জানা গেছে, তারা বলেন, আমরা প্রতি বছর আবু হাসানের পক্ষে দেওয়া ইফতার সমগ্র পেয়ে পুরা রমজান গুলো থাকতে পারি এবার পেয়েছে এমনই জানিয়েছেন। উপকার ভোগীদের পক্ষে আরও জানা গেছে,ইফতার বস্থায় যেভাবে পেয়েছে প্রায় ২ হাজার টাকা হতে পারে ।উপজেলা ব্যাপী গরীব ও অসহায় নারী পুরুষের মাঝে ইফতার সমগ্র বিতরন এবিষয় আবু হাসানের কাছে জানতে চাইলে বলেন, আল্লাহ তায়ালা আমাকে যে সম্পাদ দিয়েছে,এরথেকে আল্লারস্থে ব্যয় করতে হবে, সেই লক্ষে যতটুকু সম্ভব আমি উপজেলার পারুলিয়া ইউনিয়নের সহ-প্রতি বছরের ন্যায়,ইফতার সমগ্র বিতরনও মসজিদ, মাদ্রাসা সহ-ধর্মীয় কাজে সহায়তা করেন। বসতবাড়ি হিন,তাদের মধ্যে অনেকের ঘরবেধে দিয়েছে। শিশু সন্তানাদীদের সুশিক্ষিত করারও শিক্ষার আলো ছড়িয়ে সমাজে শিক্ষীত মানুষ থাকবে সেই লক্ষে এলাকায় ব্লিস ইন্টারন্যাশনাল এ্যাকাডেমী ও সুনাগরিক সমাজ উপহার হিসেবে মাদ্রাসা স্থাপিত করেন। যে শিশুরা মাদ্রাসায় পড়াশোনা করে শিক্ষা লাভ করতে পড়াশোনায় মনোযোগী হয়ে রয়েছে, তাদের মধ্যে যে কোন শিশু বাচ্চা সে তার নাম থেকে শুরু করে, আরবীতে লিখতে পারেন,আরবীতে বলতে ওপারেন।















