শ্যামনগরে জুম্মার নামাজ রত অবস্থায় মুসল্লির মৃত্যু

0
261
মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীরিফলকাটি গ্রামের মৃত আব্দুল বারী গাজীর সবজি ব্যবসায়ী ছেলে মোঃ শাহিনুর রহমান(৩৪) জুম্মার নামাজ রত অবস্থা সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিবার সূত্রে জানা যায়,শুক্রবার ২৯ মার্চ সকাল ১১টায় প্রতিদিনের ন্যায় গোসল শেরে শ্রীফলকাটী গাজী বাড়ি বাইতুর রহমান জামে মসজিদে জুমার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করার সময় প্রথম রাকাতে সেজদায় রত অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি দুই শিশুকন্যা, স্ত্রী, দুই ভাই, এক বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরুহুমের জানাজার নামাজ বাদ আসর শ্রীফলকাটি দাওরা হাদিস মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে।
 গাজী বাড়ি বাইতুর রহমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইউসুফ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন আমি জামাতের নামাজ চলাকালীন সময়ে প্রথম সেজদায় গেলে আর ওঠেনি। নামাজ শেষে দেখা যায় সে আর পৃথিবীতে নেই। এমন মৃত্যু আমার ও সকলের যেন হয় এই কামনা করি।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here