শ্যামনগরে হাফেজ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

0
239
শ্যামনগর (সাতক্ষীরা ) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে হাফেজ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ এপ্রিল (বুধবার) ইন্টারন্যাশনাল চ্যারিটি এলাইন্স (আই.সি.এ)অর্থায়নে পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় ২শত হাফেজ (কোরআনের পাখি) , গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের মাঝে শাড়ী/লুঙ্গি, সেমাই, চিনি, বাদাম, কিচমিচ সহ প্যাকেজ হিসেবে ঈদসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করেন- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামাল, পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান, সোহানুর রহমান, মেহেদী হাসান, রবিউল ইসলাম, নাজমুল হাসান সুজন ও মোঃ হারুন-অর-রশীদ প্রমূখ।সুফলভোগিরা এ ধরনের সহায়তা পেয়ে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here