মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নি হ ত

0
193
মাহাবুবুর রহমান। কালিগঞ্জ (ঝিনাইদহ) থেকেঃ ছোটবেলাতে বাবা কে হারিয়েছে।মায়ের আদরের একমাত্র ছেলে ছিলো তানভীর আহমেদ।যশোর আব্দুর রাজ্জাক কলেজে পড়াশোনা করতো।শখ করে মা মোটরসাইকেল কিনে দিয়েছিলেন।কে জানতো এই মোটরসাইকেল ই একদিন মরণ সাইকেল হয়ে জীবন কেড়ে নিবে? গত ৫ এপ্রিল রাত আনুমানিক ৮ টার দিকে যশোর বেজপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।জানাযায়,বিকালে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়েছিলো তানভীর।রাতে বাসায় ফেরার পথে যশোর বেজপাড়া নামক স্থানে পৌছালে সড়কের উপর রাখা ড্রেন নির্মাণের কাজে ব্যবহৃত বালির উপর দ্রুতগতির মোটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নি হ ত হয় কলেজ ছাত্র তানভীর আহমেদ।এসময় মোটরসাইকেলে থাকা তার এক বন্ধু গুরুত্বর ভাবে আ হ ত হয়।
নিহত তানভীর আহমেদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রাখালগাছি এলাকার মৃত এস এম বকুলের ছেলে। পিতা হারা একমাত্র ছেলে কে হারিয়ে পাগল প্রায় মা।কয়েকদিন পরেই ঈদ কত স্বপ্ন ছিলো তানভীরের চোখে। মোটরসাইকেল ছিল তার কাল ঈদকে সামনে রেখে সবই স্বপ্ন  সড়কে ঝড়ে গেলোতারা।
সে লেখাপড়ার সুবাদে নানীকে নিয়ে বাসা ভাড়া করে যশোরে থাকতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here