দৈনিক যশোরে সংবাদ প্রকাশে বাঘারপাড়ার ভুয়া পশু ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্হা নিলেন প্রাণী সম্পদ অফিসার

0
200

নূর হাসান লাল্টু বাঘারপাড়া : গত ৩১শে মার্চ দৈনিক যশোরে “বাঘারপাড়ায় ভুয়া পশু ডাক্তাররা বেপরোয়া ক্ষতিগ্রস্হ খামারিরা ” শিরোনামে একটি বস্তুনিষ্ঠ তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বাঘারপাড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তরসহ সংশ্লিষ্টদের নিয়ে তুমুল হৈচৈ পড়ে যায়। নড়েচড়ে বসেন  প্রাণী সম্পদ অফিস। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখেন প্রাণী সম্পদ অফিসার শামসুল আরেফিন। তিনি এসব ভুয়া চিকিৎসকদের ব্যাপারে তড়িৎ খোঁজ খবর নেন এবং সংবাদের সত্যতা নিশ্চিত হন। এরপর তিনি গতকাল সোমবার দুপুর দুইটায় বাঘারপাড়া উপজেলার সকল কথিত পশু ডাক্তারদের তার অফিসে আসার জন্য নির্দেশ দেন। যেমন কথা তেমন কাজ। গতকাল নির্ধারিত সময়ের মধ্যে সবাই উপস্থিত হন। এর পর প্রাণী সম্পদ অফিসার ডাঃ শামসুল আরেফিন তাদেরকে নিয়ে অফিসের হল রুমে মিটিংয়ে যুক্ত হন। তিনি (শামসুল আরেফিন ) তাদেরকে কঠোর হুশিয়ার করে বলেন, আমার উপজেলায় কোন কিছু না জেনে না বুঝে কাউকে কোন প্রাণীর অপচিকিৎসা দিতে দেব না। তিনি আরও বলেন, আপনাদের দ্বারা অপচিকিৎসায় কোন প্রাণী ক্ষতিগ্রস্হ হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ডাক্তার শামসুল আরেফিন বলেন,আপনারা উপজেলা প্রাণী সম্পদ অফিসে সব সময় যোগাযোগ রাখবেন।আমাদেরকে রুগীর অবস্হা বর্ননা করবেন,আমাদের পরামর্শে পশু চিকিৎসা সেবা প্রদান করবেন। যাতে কোন পশু মালিক বা খামারিরা ক্ষতিগ্রস্হ না হয়। তিনি এসব ভুয়া ডাক্তারদের বলেন, নামের আগে ভুয়া থাকা যাবেনা। সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রশিক্ষন নিবেন,সার্টিফিকেট অর্জন করে চিকিৎসা সেবা দিবেন।এর কোন ব্যতয় ঘটবেনা মর্মে মুচলেকাও গ্রহন করেন ডাক্তার শামসুল আরেফিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here