নিচে নামছে ভূ-গর্ভের পানির স্তর…. রূপদিয়া সহ বিভিন্ন অঞ্চলে ব্যাহত হচ্ছে কৃষি কার্যক্রম; দেখা দিয়েছে খাবার পানি সংকট।

0
216
রাসেল মাহমুদ : ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় তীব্রপানি সংকটে পড়েছে রূপদিয়া সহ আশপাশের অঞ্চলের মানুষ। একই সাথে ব্যাহত হচ্ছে কৃষি কার্যক্রমও। সরেজমিন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নের রূপদিয়া, জিরাট, নরেন্দ্রপুর, বলরামপুর, হাটবিলা, মুনসেফপুর, মথুরাপুর, দেয়াপাড়া, কচুয়া, মালিডাঙ্গা, শাখারীগাতী সহ এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন ফসলি নির্ভর এলাকার কৃষি কাজ ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কৃষক চাষাবাদি জমিতে পর্যাপ্ত পানি উত্তোলণ করতে রীতিমত হিমশিম খেয়ে যাচ্ছে। একই সাথে প্রতিটা বাড়ির টিউবয়েল গুলো অকেজো হয়ে পড়েছে। সামান্য একগ্লাস পানিও মিলছেনা টিউবয়েল থেকে। এই বিষয়ে হাটবিলার কৃষক সানু হাওলাদার বলেনন প্রচন্ড রোদ্রতাপের প্রখরতায় দ্রুত জমি ও মাছের ঘের থেকে পানি ফুরিয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে ততই ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নামায় স্যালোমেশিনে পানি না উঠায় ৫-৬ ফুট মাটির নিচে মেশিন বসিয়ে কোনো মতে পানি দিতে হচ্ছে মৎস ঘের ও বিভিন্ন ফসলি আবাদে। এরই সাথে গ্রামঅঞ্চল গুলোর অধিকাংশ বাসাবাড়ির (টিউবয়েল) নলকূপে এক ফোঁটা পানিও উঠছেনা। ফলে গ্রীষ্মের এই তাপদাহে গ্রামবাসীকে বেশ দূর্ভোগ পোহাতে হচ্ছে। ইতোমধ্যে পানিয় জলের তীব্রত সংকট দেখা দিয়েছে। রান্নাবান্না, ওজু-গোসল সহ গৃহস্থলীর নানা কাজে পরিবারের সদস্যরা নলকূপ থেকে কাঙ্খিত পানি পাচ্ছে না। এদিকে পানি না ওঠায় এরইমধ্যে অকেজো হয়ে পড়েছে বাসাবাড়ির বহু নলকূপ ও পানি তোলা মোটর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here