ঝিনাইদহে নবজাতক চুরি সন্দেহে ২ নারী আটক

0
254
কালিগন্জ ঝিনাইদহ থেকে: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক চুরি সন্দেহে দুই নারীকে আটক করে,
পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনগণ।
 (৭ মে)মঙ্গলবার
 সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আটক দুই নারী হলেন–
১। কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের রহিমা খাতুন(৬৫)
২। মাগুরার রথিনপুর এলাকার ফিরোজ হোসেনের স্ত্রী লাবনী খাতুন(২৪)।
স্থানীয়রা জানায়, সকালে হাসপাতালে এসে ওই দুই নারী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করেন।
এ সময় হাসপাতালে কর্মরত নার্স ও রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা দুই নারীকে জিজ্ঞাসাবাদ করে।
এ সময় তারা নবজাতক চুরির বিষয়টি স্বীকার করে।
 নবজাতক চুরি করে ৫০ হাজার টাকায় অন্য স্থানে বিক্রি করবেন বলেও জানান দুই নারী।
নাম প্রকাশে অনিচ্ছুক কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স বলেন, দুই নারী হাসপাতালে আসে শিশু গর্ভপাত করাবে বলে।
 পরে শুনছি তারা নবজাতক চুরি করতে এসেছিলেন।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, হাসপাতাল থেকে দুই নারীকে থানায় আনা হয়েছে।
 জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here