সব বিষয়ে জিপিএ ৫ পাওয়া কিংবদন্তী একজন মানবিক মানুষ হতে চায়

0
225

যশোর অফিস : কিংবদন্তী আলম সংগ্রাম এবারের এসএসসি পরীক্ষায় যশোর জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে সকল বিষয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার রোল নম্বর যশোর বোর্ড ১০৮৩৭৬, রেজিস্ট্রেশন নাম্বার ২১১৩১৫০৯২৯, সে দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ও রুবাইয়া আলম সাথী দম্পতির ছেলে। বর্ষীয়ান সঙ্গীতগুণী ওস্তাদ শরীফ শাহ দেওয়ান তার দাদা। কিংবদন্তী আলম সংগ্রাম তার সাফল্যের জন্য মায়ের উৎসাহ অনুপ্রেরণা ত্যাগের কথা স্মরণ করে। শিক্ষক মন্ডলীর যথাযথ পাঠদান ও বাবা মা, দাদা-দাদী, নানা নানীর আশীর্বাদ তাকে এ সাফল্য এনে দিয়েছে বলেও মনে করে। সে ভবিষ্যতে একজন মানবিক ভাল মানুষ হতে চাই। বিজ্ঞানের নানা অজানাকে জানা আর মানব কল্যাণে সৃষ্টিশীল কিছু করতে চাই সে। আগামীতে আরো সাফল্য অর্জন করতে এবং দেশ জাতি গঠনে ভূমিকা রাখতে সবার দোয়া কামনা করেছে কিংবদন্তী আলম সংগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here