এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : পাটকেলঘাটা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল সকাল ১০টার দিকে ১০০ গ্রাম গাঁজা ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী সহ ৮জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, পাটকেলঘাটা হাজরাপাড়া গ্রামের লুৎফর মোড়লের ছেলে মাদক ব্যবসায়ী সুলতান (২৭) গাঁজা নিয়ে ক্রেতার অপেক্ষায় পাটকেলঘাটা খাদ্য গুদামের সামনে দাড়িয়ে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সুলতানের দেহ তল্লাসী করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে পুলিশ তাকে থানায় এনে মাদক দ্রব্য আইনে মামলা দেয়। এদিকে থানার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আসামী সহ ৭জনকে গ্রেফতার করে পাটকেলঘাটা থানায় এনে তাদেরকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করে।















