শ্যামনগরে ভর্তুকি প্রাপ্ত কৃষিদের মাঝে যন্ত্রপাতি বিতরণ

0
158
মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগরে ২০২৩-২৪ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) প্রাপ্ত কৃষি যন্ত্রপাতি আট জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ মে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শ্যামনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আবুউব ডলি, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান,
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল,ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু,প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির  সদস্য সচিব মোঃ আবু সাঈদ, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ সহ গণমাধ্যম কর্মী ও উপজেলা বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ। সমুদ্রের অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা।
প্রধান অতিথি সরকারে উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন  কৃষি খাত খুব গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষি খাতকে মানুষের দোরগোড়ায় পৌছিয়ে দিতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকার লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে কৃষি খাতকে আগে নিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here