তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত আহত ১১

0
165

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত হয়েছে। একই সাথে আহত হয়েছে ১১ জন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে খুলনা পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা নামক স্থানে।
নিহতরা হলেন কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেছে। ট্রাকে থাকা কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে আমরা ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলাম। মজুরী হিসাবে আমরা ২০ থেকে ৩০ মন ধান পায়। ধান নিয়ে (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দূর্ঘটনায় সাইদুর ও মনি নিহত হয়। স্থানীয়রা জানান সড়কের দুই ধারের রাস্তার সম্প্রসারনের জন্য রাস্থা খুড়ে রাখার কারণে মুলত এই দূর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তালা থানার ওসি মোঃ মমিরুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের লাশ করেছি এবং ট্রাকটি আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here