কালিগঞ্জের পল্লীতে নিরাপত্তাহীনতায় সুব্রত সরকারের পরিবার: প্রশাসনের হস্তক্ষেপ দাবী 

0
144
কালিগঞ্জ প্রতিনিধিঃ-অসুস্থ্য বৃদ্ধ পিতাকে পূজি করে ষড়যন্ত্রের স্বীকার সুব্রত সরকারের পরিবার বর্তমানে নিরাপত্তাহীতায় দিনাতিপাত করছে, প্রশাসনের উর্ধতনকতৃপক্ষ হস্তক্ষেপ দাবী। তাদের আশঙ্কা বিকারগ্রস্ত বাবাকে ক্ষতি করে মাসহ পরিবারের সদস্যদের বিপাকে ফেলে তৃতীয়পক্ষ ফায়দা হাসিলের করতে পারে।
পরিবার ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মনোরঞ্জন সরকার বছরখানেক আগে প্যারালাসিস রোগে আক্রান্ত হয়ে মানষিক রোগী ও বেশ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। সম্প্রতি ঐ এলাকার কতিপয় কুচুক্রি ব্যাক্তি অসুস্থ মনোরঞ্জনকে ভূল বুঝিয়ে একমাত্র ছেলে সুব্রত (৪০), স্ত্রী শীলারানী সরকার (৫৬) ও পুত্রবধু নমিতা রানী সরকার (৩৬) এর বিরুদ্ধে অহেতুক অভিযোগ উৎক্ষেপণ করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সুব্রতসহ তার পরিবারের সদস্যদের অভিযোগ একই গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে স্যালো মেশিনের মিস্ত্রি হোমিওপ্যাথিক চিকিৎসক পরিচয়দানকারী দামুদর বিশ্বাসসহ কতিটয় কুচুক্রী স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে নেমেছেন। তাদের আশঙ্কা যে অসুস্থ মনোরঞ্জনকে ফুঁসলিয়ে নিয়ে দামুদারসহ তার দোসররা ক্ষয়ক্ষতি করতে পারে। কেননা তিনি ঐ দামুদরের রোষানলে পড়ে পরিবারে অশান্তি সৃষ্টি করছেন। এই আশঙ্কায় দিনাতিপাত করছে সুব্রতসহ তার পরিবারের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here