পাচারের জন্য আনা ৩ কিশোরকে বেনাপোল থেকে উদ্ধার

0
216
 উপজেলা প্রতিনিধি  বেনাপোল (যশোর) : ভারতে পাচারের জন্য আনা তিন কিশোরকে বেনাপোলের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৭ জুন) সকালে তাদের উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া কিশোররা হলো- চাঁদপুরের কচুয়া থানার পুনসাই আশরাফপুরের আয়ুব খাঁর ছেলে সবুজ (১৫), একই এলাকার আয়ুব আলীর ছেলে জহির (১৭) ও একই থানার জুনাসর মুন্সী বাড়ি গ্রামের সালাউদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক অন্তর (১৬)।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের আবাসিক হোটেল ‘মৌ’ তে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি আরও জানায়, পাচারে জড়িত মাদারীপুরের রাজৈর উপজেলার সত্য মালোর ছেলে বাবু (৪০)। তিনি এম এম পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ জানান, উদ্ধারকৃতদের বাড়িতে ফোন দিয়ে জানানো হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here