বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল কাস্টম হাউজের পরীক্ষন গ্রুপ (৪) এর সহকারী কমিশনার আবু সালেহ আব্দুন নুরসহ অন্যান্য গ্রুপের সহকারী কমিশনাররা যোগদান করার পর থেকে বেনাপোল স্থল বন্দরের আমদানী-রপ্তানীকৃত মালামাল বিশেষ করে গার্মেন্টস সামগ্রী, মেশিরনারী, ক্যামিকেল মিল-ফ্যাক্টরীর কাচামাল আমদানী কাজের গতিশীল বৃদ্ধি পেয়েছে। দ্রুততম সময়ে মালামাল ছাড় করন হচ্ছে। ফলে একারনে বন্দরে পন্যযট ও কমেছে। মদানীকারক ও সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টরা স্বস্তিতে কাজ করে চলেছে। শিল্প কারখানার কাচামাল দ্রুত খালাসের কারনে আমদানীকারকরা উপকৃত হচ্ছে। অন্যদিকে কতিপয় আমদানীকারক ও সিএন্ডএফ এজেন্টরা অনৈতিক সুবিধা না দেওয়ায় অনেকে তার বিরুদ্ধে বিরাগভাজন হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি দায়িত্ব পালনে অনঢ় রয়েছেন। একই সাথে কোন আমদানীকারকরা যাতে অযথা হয়রানীর শিকার না হয় সেদিকে সজাগ রয়েছেন। তার এই স্বচ্ছতা ও জবাবদিহিতার কারনে রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে এবং এই বন্দরে আমদানী-রপ্তানীকারকরা ঝুকে পড়ছে। অপরদিকে এই কর্মকর্তার ব্যাপক প্রচষ্টোর ফলে বেনাপোল চেকপোষ্টে কাস্টমস এর রাজস্ব আয় বৃদ্ধি সহ পাসপোর্ট যাত্রী যাতায়াত বৃদ্ধি পেয়েছে। গত ৩ মাসে এ পথে ভারত গমন যাত্রীদের নিকট থেকে ভ্রমন কর থেকে সরকার প্রায় ৩৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে । এসময় প্রায় ৩৫০০ ডি এম (আটক মামলা ) হয়েছে। বেনাপোল কাষ্টমস হাউজের সুয়োগ্য কমিশনারের আদেশ ক্রুমে ডিসি মির্জা রাফেজা সুলতানা ও এসি আবু সালেহ আব্দুর নুরের সম্বনয়ে একটি গঠিত কমিটির ডি এম, ও( ডি এম)এর পরবর্তী কার্যক্রুমে নিশ্চিত করেছে অধিকর ও গতিশিলতা। বর্তমানে ডি এম কৃত প্রতিদিনের মালামাল একইদিনে বেনাপোল কাষ্টমস হাউজে মুল গোডাউনে ডি এম এর পরবর্তী কার্যক্রুমের জন্য প্রেরন করা হয়। কাষ্টমস সুপার মোখলেছুর রহমান ও জাহাঙ্গীর আলমের এর নেতৃত্বে সঠিক তত্ববাধনের কারনে ঈর্ষনিয় রাজস্ব আয় হয়েছে সরকারের। সেই সাথে ভারত যাতায়াত বর্হিগমন ও আন্তগমন পাসপোর্ট যাত্রী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।বেনাপোল চেকপোষ্টে দেখা গেছে সেখানে কর্মরত কাস্টমস এরআরও কাস্টমস সিপাইরা সুপার মোখলেছুর রহমান ও সুপার জাহাঙ্গীর আলমের এর নেতৃত্বে অত্যান্ত সতর্কতার সাথে পাসপোর্টযাত্রীদের ল্যাগেজ তল্লাশির কাজ করে যাচ্ছে। এছাড়া এখানে কোন বহিরাগত (দালাল) ও প্রবেশ নিশেধ। পাসপোর্ট যাত্রীদের পণ্য পারাপারের জন্য কোন বহিরাগত যাতে প্রবেশ করতে না পারে তারা জন্য ও রয়েছে কঠোর নিরাপত্তা।চেকপোস্ট কাস্টমস সুপাররা আরো বলেন, ইতিপুর্বে এত পণ্য ডিএম (আটক) হয়নি। বর্তমান সুপার দুই জন ও ৮ জন কাস্টমস এ,আরও (রাজস্ব সহকারী) সততা ও দৃড়তার সাথে কাজ করায় চেকপোষ্ট কাস্টমস এর সফলতা অর্জিত হয়েছে। এখানে রয়েছে কাস্টমস এ আরও মোঃ কাজী নাইম উদ্দিন, মোঃ দিদারুল আলম ফারুকী, সরকার ইমরান ওয়াহিদ, জুলহাস উদ্দিন সুমনা হক এ্যানি, কামরুন্নাহার, তানভির ও উচচমান সহকারী লিংকন। গত তিন মাস এসব অফিসার বেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে যোগদানের পর প্রায় ৩৩ কোটি টাকার ভ্রমন কর রাজস্ব আদায় করেছে। যা পাসপোর্ট যাত্রীদের মাধ্যেমে আসা রাজস্ব আয়ের রেকর্ড। এছাড়া একই সাথে প্রায় ৩৫০০ ডিএম ( আটক মামলা) হয়েছে। আটককৃত পণ্যর মধ্যে রয়েছে শাড়ী, থ্রিপিচ, কসমেটিক্স পণ্য, সহ বিভিন্ন আমদানি নিষিদ্ধ পন্য সামগ্রী। প্রেসার কুকার, রাইস কুকার, ওষধ সহ নানা ধরনের পণ্য।খুলনার পাসপোর্টযাত্রী আঃ জলিল বলেন, বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত গমন এখন চ্ছন্দবোধ করছি। কারন এর আগে এ পথে নানা ভাবে হয়রানি হতে হতো। এখন চেকপোস্ট দিয়ে আসলে তাদের কাছে যে কেনা কাটা থাকে তার জন্য কোন ঘুষ দিতে হয় না। তারা স্কানিংয়ে পণ্য দিয়ে বেরিয়ে আসে। তবে যার কাছে বেশী পণ্য থাকে তাকে ডেকে ল্যাগেজ খুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।ঢাকার শরিফূল গাজী ও তার সাথে ভারতে ভ্রমণ এর কয়েকজন বেনাপোল চেকপোষ্টে আমাদের প্রতিনিধি এনামুলহককে জানায়, তারা সাধারনত ভারত এর সাথে ব্যবসা করে। তাদের ক্রয়কৃত পণ্য এলসির মাধ্যেমে আনে। আর অনেক সময় ভারত থেকে এদেশে স্যাম্পল নিয়ে আসতে হয় মার্কেট যাচাই এর জন্য। এর আগে হয়রানির শিকার হয়েছি। বর্তমানে যে সব অফিসার আছে তাদের বিষয়টি বুঝালে তারা যাওয়ার অনুমতি দেয়।বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস সুপার মোখলেছুর রহমান বলেন, আমাদের রাষ্ট্রের কাজে বেনাপোল স্থল বন্দর কাস্টমসে পোষ্টিং দেওয়া হয়েছে। এ পথে দেশী বিদেশী অনেক পর্যটক যাতায়াত করে থাকে। রাষ্ট্রের মান সন্মান মর্যদা রয়েছে
Home
যশোর স্পেশাল বেনাপোল কাস্টমস হাউজের এসি নুরের যোগদানের পর আমদানী-রপ্তানীর গতিশীলতা বৃদ্ধি।পাসপোট যাত্রীদের খাত থেকে বেড়েছে রাজস্ব।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















